• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে স্কুলছাত্রকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল প্রতিনিধি

  ২৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৫১

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বরিশালে এক স্কুলছাত্রকে ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আবির দাস।

শনিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই স্কুলছাত্রের মৃত্যু হয়।

মৃত আবির দাস নগরীর আছমত আলী খান ইন্সটিটিউট থেকে এই বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সে ফলপট্টি এলাকার বাসিন্দা জয় দাসের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ওই এলাকার বাবুলের ছেলে ও সহপাঠী মিরাজের সঙ্গে আবিরের দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের একপর্যায়ে মিরাজ আবিরকে ফলপট্টি মন্দিরের সামনে বসে ব্যাট দিয়ে মাথায় আঘাত করে।

এতে আবির গুরুতর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোরে আবিরের মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আবির দাসের পিতা জয় দাস।

এই বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, অনেকেই আমাকে ফোন করেছে, তবে বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত আমি বা থানার কেউই অবগত নই। তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা অলিউল হক রুমি আর নেই
ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
X
Fresh