• ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
logo

যাত্রীসহ অটোরিকশা পড়ে গেল নদীতে, অতঃপর... 

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কালুরঘাটে ফেরি থেকে পড়ে কর্ণফুলী নদীতে তলিয়ে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় অটোরিকশায় থাকা তিন যাত্রী সাঁতরে তীরে উঠলেও চালক নিখোঁজ হন। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালুরঘাট সেতুর বোয়ালখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার ব্যক্তিরা হলেন, অটোরিকশাচালক মো. সেলিম (৫০), যাত্রী খাদিজা আকতার (৬৫), ডেইজি আকতার (৩২) ও সিহাম (৮)। তাদের সবার বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগর গ্রামে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুদ আলম বলেন, পানিতে তলিয়ে যাওয়া শিশুটি সুস্থ আছে। তবে চালক ও দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার সজীব গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টায় যাত্রীসহ সিএনজি অটোরিকশাটি নদীতে পড়ে যায়। প্রথমে তিনজন তীরে উঠলেও পরে অটোরিকশার চালককে উদ্ধার করা হয়।

আরটিভি/এএএ/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, দুর্ভোগ
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু