• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানের আবারও সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম ইফতি (২১) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টায় নোয়াপাড়া কলেজের পাশে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয় ইফতি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ইফতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার উপপরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম।

নিহত তৌহিদুল ইসলাম ইফতি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামবলীর বাড়ি প্রয়াত আইয়ুব আলীর ছেলে।

তিনি চট্টগ্রামের ন্যাশনাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের অধ্যয়নরত শিক্ষার্থী বলে জানা গেছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে নোয়াপাড়ার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে এক বন্ধুসহ মদুনাঘাটের দিকে যাচ্ছিলেন নিহত ইফতি। পথে কাপ্তাই সড়কের নোয়াপাড়া কলেজ এলাকায় গেলে একটি পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। মাথায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার উপপরিদর্শক (এসআই) নাফিজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এ বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
পাহাড়ের কঠিন চীবরদান অনুষ্ঠান বর্জনের ঘোষণা ভিক্ষু সংঘের
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু
চট্টগ্রামে জাহাজে আগুন, ৮ সদস্যের তদন্ত কমিটি