• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় খুলনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার

আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় খুলনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার
ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় খুলনায় বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং মহানগর বিএনপির মনিটরিং সেলের সুপারিশক্রমে নগরীর বিভিন্ন ওয়ার্ডের ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ আইনুল আবেদীন মারুফ, ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সুমন হাওলাদার, ১৬নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বিপুল ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী শেখ সোহেল বাসার।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের চাহিদা অনেক বেশি: রিজভী
বিএনপিকর্মী হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ফারুক খান
ইউপি চেয়ারম্যানকে হত্যা, প্রধান আসামি টুকু গ্রেপ্তার
দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করল বিএনপি