• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

ছেলের বৌভাতের দিন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন বাবা

আরটিভি নিউজ

  ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০
ছেলের বৌভাতের দিন বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন বাবা
ছবি : সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় ছেলের বউভাতের রান্নার লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আমির হামজা (৬৫) নামে এক বৃদ্ধ বাবা মারা গেছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, শুক্রবার ছেলে রহমত উল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে এনেছিলেন আমির হামজা। শনিবার ছিল ছেলের বউভাত অনুষ্ঠান। কয়েকশ মানুষের খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেখানে। সকাল থেকে রান্নাবান্নার কাজ চলছিল। দুপুরে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়ালঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় প্রধান নদ-নদীগুলোতে বাড়ছে পানি, বন্যার শঙ্কা 
নেত্রকোণায় মায়ের ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
টিসিবি পণ্যসহ ইউনিয়ন বিএনপির সভাপতি আটক
সন্তান নেই, তবুও মাতৃত্বকালীন ভাতা নেন ইউপি সদস্য লাকি