• ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
logo

শেরপুরে পুকুরে গোসল করতে নেমে কৃষকের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৯
কৃষক
ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে খোকন মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভায়াডাঙা মোল্লাপাড়া গ্রামে নিজেদের পুকুরে গোসল করতে নেমে তার মৃত্যু হয়।

খোকনের বড় ভাই ইউপি সদস্য বেলায়েত হোসেন লাভলু বিষয়টি নিশ্চিত করেন।

খোকন ওই গ্রামের মৃত সেকান্দর আলী মেম্বারের ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

বেলায়েত হোসেন লাভলু জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান খোকন। পরে আশপাশের লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, পানিতে ডুবে মৃত্যুর কথা শুনেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার
বজ্রপাতে কৃষকের মৃত্যু
ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়ে বাড়িতে কৃষক, অতঃপর...
বাড়ছে পদ্মার পানি, শঙ্কায় কৃষক