• ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
logo

নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৭
নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি : আরটিভি

নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফাতেমা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার পার-শালনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু ফাতেমা খানম উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের মো.ফজলু রহমানের মেয়ে।

শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজ বাড়িতে খেলা করছিল শিশু ফাতেমা। পরে সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ দিন পরিবারের লোকজন ও স্বজনরা ফাতেমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১২টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মেহেদী হাসান বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আরটিভি/এমকে /এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে ৩ ব্যবসায়ীকে জরিমানা
নদী ভাঙনে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু 
নড়াইলে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত