• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

শরীয়তপুরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৭
শরীয়তপুরে পুকুরে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পুকুরে ডুবে আরিফুল ইসলাম নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরভাগা ইউনিয়নের মধ্য ঢালী কান্দি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি ওই গ্রামের সৌদি প্রবাসী আইয়ুব বেপারীর ছেলে। পানি থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু আরিফুলকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।’

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সোনার খনি হচ্ছে ইলিশ সম্পদ: ফরিদা আখতার
ফেনীতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ২ শিশুর মৃত্যু
শরীয়তপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী কারাগারে
করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু