• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

বরফ তোলাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

কুয়াকাটা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩১
বরফ তোলাকে কেন্দ্র করে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১৬
ছবি : সংগৃহীত

পটুয়াখালীর মহিপুরের আশাখালি মৎস্য অবতরণ কেন্দ্রে ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আশাখালী মৎস্য অবতরণ কেন্দ্র সংলগ্ন মাটির পরশ আইস পাম্প নামের একটি বরফ মিল থেকে সিরিয়াল অনুযায়ী বরফ তুলছিল জেলেরা। এ সময় সিরিয়াল অনুযায়ী মিনারুল বিশ্বাস নামের মৎস্য ব্যবয়াসীর ট্রলারে আগে বরফ তোলার কথা ছিল। তবে সিরিয়াল বাদ দিয়ে ফারুক ভূঁইয়া নামের এক মৎস্য ব্যবসায়ীর ট্রলারে বরফ তোলার চেষ্টা করেন জেলেরা। এ ঘটনা নিয়ে উভয় পক্ষ তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের ট্রলারের ১৬ জেলে আহত হন।

মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, ‘দুগ্রুপের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নদীতে জেলের জালে উঠে এলো ঘড়িয়াল
জেলের জালে ধরা পড়লো দুই জোড়া পাখি মাছ
উপকূলে চায়না দুয়ারি জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ
পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা