• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

সৌদিতে এসি বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

আরটিভি নিউজ

  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৮
ছবি : সংগৃহীত

সৌদি আরবে বাসায় এসি বিস্ফোরণে আব্দুল সামাদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে সামাদের রুমে এ বিস্ফোরণ ঘটে।

নিহত আব্দুল সামাদ কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে পরিবারের একমাত্র ছেলে আব্দুল সামাদ সৌদি আরবে পাড়ি দেন। সেখানে ভালোভাবেই চলছিল সামাদের প্রবাস জীবন। বুধবার সকালে তার রুমে থাকা এসিটি বিস্ফোরণ ঘটে, এতে তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান।

পরে সেখান থেকে সামাদের মৃত্যুর খবর বাংলাদেশে গ্রামের বাড়িতে জানানো হয়। এ খবর জানার পর থেকে পারিবারে চলছে মাতম।

স্থানীয় হোসেনপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কাজল মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত