চট্টগ্রামের ছাত্রলীগ নেতা ভারতে পালানোর সময় নওগাঁয় আটক
চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা ভারতে পালানোর সময় নওগাঁর মহাদেবপুর থেকে আটক হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর থানায় নিয়ে আসে পুলিশ।
আটক ছাত্রলীগ নেতার নাম মো. আব্দুল্লাহ আল আহসান (২৪)। তিনি চট্রগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে এবং চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুল্লাহ আল আহসানের নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তিনটি মামলা হয়েছে। মামলার মুখে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সঙ্গে চুক্তি করেন।
বিজিবি এই তথ্য পাওয়ার পর প্রথমে ওই এজেন্টকে জিম্মায় নেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে আব্দুল্লাহ আল আহসানকে আটক করা হয়।
মহাদেবপুর থানার ওসি হাশমত আলী বলেন, আটক ব্যক্তি নওগাঁর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিল। খবর পেয়ে আজ ভোরের দিকে উপজেলার দেওপাড়া গ্রাম থেকে বিজিবির সহযোগিতায় তাকে আটক করা হয়। এরপর দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন