• ঢাকা সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
logo

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

গাইবান্ধা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৮
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিধান চন্দ্র মন্ডল (৩২) ও তার স্ত্রী কমলী রানীর (২৮) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর রসুল খোলা মন্ডলের বাজার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ভাড়ায়চালিত ইজিবাইক নিয়ে বের হওয়ার জন্য চার্জের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎ তারে জড়িয়ে পড়ে বিধান চন্দ্র। পরে স্বামীকে বাঁচাতে যান স্ত্রী কমলী রানী। এ সময় স্বামী-স্ত্রী বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) রাজু কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রথমে বিধান চন্দ্র বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রীও বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্তে রেকর্ড
পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু
শেরপুরে বন্যায় ৭ জনের মৃত্যু