• ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১
logo

বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ, চালক নিহত

প্রতিনিধি পঞ্চগড়, আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১৯
বাস ও থ্রি-হুইলার সংঘর্ষ
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় সড়কে এই ঘটনা ঘটে।

আতিকুল্লাহ বাবু জেলার বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকালে আতিকুল্লাহ একটি থ্রি-হুইলার চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি দেওয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। পরে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আতিক।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এফএ-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইলিয়াছ ব্রাদার্সের ৫ পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়িচালকের ২ কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি!
অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
রাবিতে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ, রিকশাচালককে পুলিশে সোপর্দ