মানিকগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষ, ৩ নারী নিহত
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসটিতে থাকা আটজন যাত্রী।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় এ ঘটনা।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার বলেন, দুর্ঘটনায় আহত অন্তত ২০ জনকে আমরা চিকিৎসা দিয়েছি। তবে আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এ ঘটনায় তিনজন নারী মারা গেছেন।
বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা গেছেন।
তিনি জানান, এখনও হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ও স্থানীয়রা কাজ করেছে।
আরটিভি/এফএ-টি
মন্তব্য করুন