• ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১
logo

স্ত্রীকে ওড়না পেঁচিয়ে হত্যা, স্বামী আটক

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:১৯
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূপুর আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী মো. রবিউল ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নূপুর আক্তার বরিশাল জেলার শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী মিজমিজি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওয়াসিম জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ভিকটিম এবং তার স্বামী একই ঘরে অবস্থান করছিলেন। স্বামী তাকে হত্যা করেছেন।

স্থানীয়রা নূপুরের স্বামীকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা মরদেহ উদ্ধার করি এবং স্বামী রবিউল ইসলাম বাবুকে আটক করে থানায় নিয়ে আসি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত স্ত্রীর স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরটিভি/এএএ


মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক
আশুলিয়ায় ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ, আটক ২
বিএনপিকর্মী হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে ফারুক খান
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হলো না আজও