• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

কুড়িগ্রামে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯
ছবি : আরটিভি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর মেসার্স সাহা ফিলিং স্টেশনে আগুন লেগে সাড়ে ১৫ হাজার লিটার জ্বালানি তেল ও দুটি ট্যাংকলরি পুড়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার সময় ফিলিং স্টেশনটিতে আগুন লাগলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আসর উদ্দিন বলেন, ট্যাংকলরি থেকে তেল আনলোড করতে একটি বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করা হয়। ভোরে একটি ট্যাংক-লরি থেকে আরেকটি ট্যাংকলরিতে তেল ভরার জন্য বৈদ্যুতিক যন্ত্রটি চালু করার সময় শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। এ সময় প্রায় সাড়ে ১৫ হাজার লিটার পেট্রল ও দুটি ট্যাংকলরি পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বরত মোফাজ্জল হোসেন বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ফিলিং স্টেশনে পৌঁছে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত করে নিরূপণ করবে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু
বিজিবির সেক্টর কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন 
পূজামণ্ডপে হামলা করতে এসে যুবক আটক
সীমান্তে বিজিবির হাতে ১২ যুবক আটক