• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

এসি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মিস্ত্রির 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসীর বাড়িতে এসি লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভবন থেকে পড়ে হুজাইফা (১৮) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মিস্ত্রির আরেক সহযোগী।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুজাইফা উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের মৃত মো. বুলবুল মিয়ার ছেলে।

জানা গেছে, পৌর এলাকার খড়মপুর দক্ষিণপাড়ার প্রবাসী মো. জহির খাদেমের বাড়িতে এসি মিস্ত্রি হুজাইফা কাজ করতে যান। রুমের মধ্যে এসি লাগানোর পর এতে সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মনিরুল হক চৌধুরী মাহিব জানান, আমার ভাতিজা পরিবারের একমাত্র উপার্জনকারী। ৪ বছর আগে তার বাবা মারা যায়। অল্প বয়সে এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হচ্ছে। পরিবারে তার মাসহ তিন বোন রয়েছে।

আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি নিউজ/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুটিং সেটে মৃত্যু, অবশেষে মুক্তির অপেক্ষায় সেই সিনেমা
রাজধানীতে ক্যাম্পের সিঁড়ি থেকে পড়ে সেনা সদস্যের মৃত্যু
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
আট মাসে বজ্রপাতে মৃত্যু ২৯৭, ঝুঁকিতে কয়েকটি জেলা