• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

দল্টা ডিগ্রি কলেজের নতুন সভাপতি শাকিল চৌধুরী 

আরটিভি নিউজ

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৫
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ওমর ফারুক শাকিল চৌধুরী।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

একই সঙ্গে মনির হোসেনকে বিদ্যোৎসাহী সদস্য ও পদাধিকারবলে অধ্যক্ষকে সদস্য সচিব নির্বাচিত করে এই প্রজ্ঞাপন জারি করা হয়। পাশাপাশি আগামী ৬ মাসের মধ্যে গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করার কথাও বলা হয়েছে।

শাকিল চৌধুরী দল্টা পালের বাড়ির বাসিন্দা, দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মৌলভী আবদুর রহমান কেরানী ও অত্র স্কুলের অর্থদাতা মরহুম আবদুল মজিদ সাহেবের কনিষ্ঠ নাতি। এর আগে তিনি দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য পদে দায়িত্ব পালন করছেন।

ওমর ফারুক শাকিল চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, এলাকার প্রতিটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার মানন্নোয়নে কাজ করবো। শিক্ষার পরিবেশ সু-নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরটিভি/এফআই

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 
আ.লীগ সরকার ধর্মীয় শিক্ষাকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে: মিজানুর রহমান
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে ভাতা ও সনদ
দশম শ্রেণিতে বিভাগ নির্বাচন আগামী বছর