• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

কক্সবাজার সৈকতে নারীদের হেনস্তা, সেই যুবক রিমান্ডে

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৯
ছবি : সংগৃহীত

কক্সবাজার সৈকতে নারী ও তৃতীয় লিঙ্গের সদস্যদের কান ধরে ওঠবস ও পেটানোর ঘটনায় যুবক ফারুকুল ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রী জ্ঞান তঞ্চঙ্গ্যার আদালত তাকে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর মামলার প্রেক্ষিতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

মোহাম্মদ ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার বাসিন্দা মাজেদুল ইসলামের ছেলে।

আসামি পক্ষের আইনজীবী সিজান এহসান জানান, নারীদের গায়ে হাত তোলার ঘটনায় ফারুকুল অনুতপ্ত। না বুঝে তিনি আইন হাতে তুলে নিয়েছেন বলে দাবি করেছেন। তাই এই মামলায় রিমান্ড চাওয়াটা যুক্তিসঙ্গত নয় বলে দাবি করেন তার আইনজীবী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন।

আরটিভি নিউজ/এএএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ী রাশেদ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, যাচ্ছেন ১২৩ বিজিপি-সেনা
কক্সবাজারে শৃঙ্খলা ফেরাতে ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবা চালু