• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

আশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

আরটিভি নিউজ

  ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৭
আশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত

আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন।

নিহত ওই নারী শ্রমিকের নাম রোকেয়া বেগম।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখেন মেরামতের জন্য কারখানা বন্ধ রাখা হয়েছে। এতে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

তিনি বলেন, মাস্কট গার্মেন্টসের কারখানার পাশে পাশাপাশি দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পোশাক কারখানার শ্রমিকরা পিকেটিং শুরু করেন। এতে রোকেয়া বেগম নামে মাসকট পোশাক কারখানার এক শ্রমিক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

আরটিভি/এমকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিনা পারিশ্রমিকে গাইবেন রাহাত, স্টেডিয়ামের ভাড়া মওকুফ করল সেনাবাহিনী
পোশাক খাতে শ্রমিকদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে: সাখাওয়াত
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতির মুখে ২৫ কারখানায় ছুটি
তেজগাঁওয়ে সড়কে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট