• ঢাকা রোববার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১
logo

ভারতে পালানোর সময় মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি আটক

আরটিভি নিউজ

  ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:০৮
শাহাবুদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় কুমিল্লার সীমান্ত এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি।

বিজিবির কুমিল্লা-১০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ দুপুর ১২টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন বিবিরবাজার আইসিপি–সংলগ্ন সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করায় ওই ব্যক্তিকে আটক করা হয়।

তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি নিজের নাম শাহাবুদ্দিন আহমেদ মোল্লা (৬৫) বলে জানিয়েছেন। পরে জানা গেছে, তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তার সঙ্গে পাসপোর্ট ও ভিসা ছিল না। অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ওই এলাকায় ঘোরাফেরা করেছিলেন।

আরটিভি/এফএ

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় ‘ভুল চিকিৎসায়’ প্রসূতির মৃত্যুর অভিযোগ
আ.লীগের নেতৃত্বে আসার প্রশ্নে যেসব শর্ত দিলেন সোহেল তাজ
কুমিল্লার নিমসার বাজারে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু