দায়ের কোপে প্রাণ গেল ভিক্ষুকের
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমেনা বেগম (৪৮) নামে এক নারী ভিক্ষুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।
আমেনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার মো. বজলুল রহমানের স্ত্রী। আটক মানিক মিয়া উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মোল্লা মিয়ার ছেলে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে গিয়ে এক নারী ভিক্ষুক সাহায্য চান। সে সময় মোল্লা বাড়ির মানিক মিয়া ভিক্ষুককে অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকেন। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে ভিক্ষুকের গলায় কোপ দেন তিনি। ঘটনাস্থলেই ভিক্ষুক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
আরটিভি/ এফএ
মন্তব্য করুন