• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল কিশোরের মরদেহ 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৪৭
নিখোঁজের ৩ দিন পর ডোবায় মিলল কিশোরের মরদেহ 
ছবি : আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে জিহাদ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার এলেঙ্গা সুপার মার্কেটের পিছনে পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিহাদ এলেঙ্গা পৌরসভার চেঁচুয়া গ্রামের তুলা মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে নিখোঁজ হয় কিশোর জিহাদ। রোববার দুপুর ১২টার দিকে মার্কেটের এক কর্মচারী ডোবায় একটি মরদেহ দেখতে পান। পরে মার্কেটের অন্য লোকদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি কিশোর জিহাদের বলে নিশ্চিত করে পরিবার।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে পরিত্যক্ত একটি ডোবা থেকে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে বলেও জানান ওসি।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে প্রকাশ্যে যুবককে হত্যা, প্রতিবাদে ঝাড়ু মিছিল
ফ্যাসিবাদ খুনিচক্রের বিচার দেশের মাটিতে হবে: টুকু
মোবাইলে জুয়া খেলা নিয়ে সালিশি বৈঠকে যুবককে কুপিয়ে হত্যা
দল ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে: সুলতান সালাউদ্দিন টুকু