• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

কক্সবাজার সৈকতে ভেসে এলো আরও এক মরদেহ

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৭
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্র সৈকতে আরও এক জেলের মরদেহ ভেসে এসেছে। এ নিয়ে গত তিন দিনে ৬ জেলের মরদেহ উদ্ধার করা হলো।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ ভেসে আসে। তবে তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

সি-সেইফ লাইফগার্ডের সুপার ভাইজার ওসমান গণি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা সকালে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশে হস্তান্তর করা হয়। তার ধারণা, ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রে বেশ কয়েকটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে। সেই ট্রলারগুলোর মরদেহ ভেসে আসছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, রোববার ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাগরে এখনও ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবুজবাগে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
গৃহবধূর রহস্যজনক মৃত্যু: মরদেহ রেখে লাপাত্তা স্বামী
নারী সেজে অভিনয় করতেন আইয়ুব, মরদেহ মিলল পরিত্যক্ত ঘরে