• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

ঘাস কাটতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা

আরটিভি নিউজ

  ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪
ঘাস কাটতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গরুর জন্য ঘাস কাটা নিয়ে দ্বন্দ্বে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ওই যুবকের নাম বিল্লাল হোসেন (৪০)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভবানীপুর ইউনিয়নের যমুনার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি মাজেদুর রহমান।

নিহত বিল্লাল হোসেন ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, ভবানীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ফারুকের ফিসারির পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান প্রতিবেশী বিল্লাল মিয়া। একপর্যায় ইউপি সদস্য ফারুক মিয়ার ছোট ভাই খলিল মিয়া ঘাস কাটতে বাধা দেন বিল্লালকে। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায় খলিল মিয়া কাঁচি কেড়ে নিয়ে বিল্লাল মিয়ার বুকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে বিল্লাল চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, ‘বিল্লাল মিয়াকে হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা গেছেন।’

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মাজেদুর রহমান বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাম্প্রতিক বন্যায় ময়মনসিংহসহ ৩ জেলায় ১০ জনের মৃত্যু
ময়মনসিংহে অস্ত্র হাতে মহড়া দেওয়া আ.লীগ নেতা কারাগারে
শাশুড়িকে উদ্ধারে নেমে ভেসে গেলেন জামাতা, অতঃপর...
মাঠে ফুটবল খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ