আখাউড়ায় বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া এলাকায় এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন খাড়েরা শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মো. সেলিম মাস্টার।
প্রধান অতিথি বলেন, বন্যার্তদের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক গুণ। আখাউড়া-কসবায় বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সংগঠন এ দুই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে এ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির আখাউড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাফিকুল ইসলাম শাফিক, জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ভূঁইয়া, জাতীয় যুব সংহতি আখাউড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুয়েল, মোগড়া ইউনিয়ন সভাপতি মো. তাজু মেম্বারসহ আরও অনেকেই।
আরটিভি/এএএ/এসএ
মন্তব্য করুন