• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

কার্টনে মিলল ২ নবজাতকের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪
ফাইল ছবি

নোয়াখালীতে কার্টনের মধ্য থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) শহরের মধ্য করিমপুর এলাকার একটি খালের পাড় থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, স্থানীয়রা খালের পাড়ে একটি কার্টন পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দুই নবজাতকের মরদেহ কাঁথা মোড়ানো অবস্থায় একটি কার্টন থেকে উদ্ধার করে।

সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) সাবজেল হোসেন বলেন, নবজাতকদের মরদেহ ৬-৭ মাস বয়সী মিসক্যারেজের ছিল। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে ছিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মরদেহ দুটি কে বা কারা ফেলে গেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবুজবাগে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার  
বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা