• ঢাকা শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১
logo

দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫১
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শহরের কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন শহরের দক্ষিণ পৈরতলা এলাকার আলমগীর মিয়ার ছেলে রিপন মিয়া (২২), আক্তার মিয়ার ছেলে মোহাম্মদ আমির হোসেন (২০), আলমগীর হোসেনের ছেলে মোহাম্মদ হৃদয় (১৮) ও নাহিদ মিয়ার ছেলে আকাশ মিয়া (১৮)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত মোবাইল ফোন ও কয়েকটি রামদা, ছুরিসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
পালিয়ে ভারতে গেলেন আখাউড়ার সাবেক মেয়র কাজল 
সাবেক গণপূর্তমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হামদু গ্রেপ্তার
ভারতীয় চিনি বোঝাই ট্রাকসহ আটক ২