• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে মিলল নকল রিভলবার-পিস্তল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২২
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে নকল রিভলবার ও পিস্তল। তবে কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে থানায় এগুলো জমা প্রদান করেছে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মুকিত জানান, আমাদের কাছে কয়েক দিন যাবত তথ্য আসছিল দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক যুবক হুমকি প্রদান করে আসছিল। কয়েক দিন আগেও ওই এলাকা থেকে একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছি। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়। এগুলো যাচাই-বাছাই করে দেখা যায় নকল। রিভলবারটি প্লাস্টিকের এবং পিস্তলটি মেটালের। অভিযানে অভিযুক্ত ওই যুবককে আটক করা যায়নি।

তিনি আরও জানান, প্লাস্টিকের খেলনা রিভলবার এবং পিস্তল সদৃশ্য বস্তুটি সাধারণ ডায়েরি করে থানায় জমা দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশে বন্ধু থাকবে, প্রভুত্ব মেনে নেব না: জামায়াতের আমির
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
আওয়ামী লীগ নেত্রী নিলুফার কাছে মিলল ৭৮ এনআইডি!
পালিয়ে ভারতে গেলেন আখাউড়ার সাবেক মেয়র কাজল