• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

চমেক হাসপাতালে ডেঙ্গুতে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

  ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭
ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে ওয়াহিদুর রহমান (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৩৪ জন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ওয়াহিদুর রহমান (১৬) বান্দরবানের বাসিন্দা। গত ১১ সেপ্টেম্বর বিভিন্ন জটিলতা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয় এবং ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগরের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২৯ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫ জন।

আরটিভি/এএএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর
জয়পুরহাটে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড
ভেজাল মদপানে কলেজছাত্রের মৃত্যু
খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু