ফেনীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ফেনীতে পুকুরে ডুবে নাদিহা আক্তার নুপুর (১৫ মাস) ও মেহেরাজ হোসেন তাছিম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ফুলগাজীর বদরপুর ও পরশুরামের গুথুমা এলাকায় এসব ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ফুলগাজী উপজেলার উত্তর কোলাপাড়া এলাকার নাসিম উদ্দিনের মেয়ে ও পরশুরামের গুথুমা এলাকার আলী আহমদের ছেলে।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে ফুলগাজী উপজেলার বদরপুর এলাকায় মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে যাওয়া নাদিহা আক্তার নুপুর পরিবারের অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
এদিকে সকাল ৯টার দিকে পরশুরাম উপজেলার গুথুমা এলাকায় পুকুরের পানিতে ডুবে মেহেরাজ হোসেন তাছিমের মৃত্যু হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন