• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:২২
ছবি: আরটিভি

বরিশালের আগৈলঝাড়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাকুরিতা গ্রামের রথবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের আবদুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩)। তিনি ইজিবাইক চালক ছিলেন। অপরজন হলেন উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে পোলট্রি খামারি নূর হোসেন কাজী (৬০)। তিনি ইজিবাইকের যাত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে গেছে, ভোরে উপজেলার খাজুরিয়া যাওয়ার পথে ইজিবাইকের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক ও ট্রাকটি পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী নূর হোসেন কাজী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ইজিবাইক চালক হেলাল শরিফকে বরিশাল শেবাচিমে নেওয়ার সময় তিনি মারা যান।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ গণমাধ্যমকে বলেন, নিহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 
প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ২ নৌকার সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে ডাকাতের ছুরিকাঘাতে পিকআপের হেলপার নিহত, চালক আহত
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত এক হাজার ৬৪৫