• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

ব্যবসায়ী-সিএনজি চালকদের সংঘর্ষে আহত ৪০

আরটিভি নিউজ

  ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৪
ছবি: সংগৃহীত

সিলেটে সিএনজিচালিত অটোরিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দেড়টার দিকে নগরীর সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে সংঘর্ষে দুপক্ষের অন্তত ৪০ আহত হয়েছেন। এসময় সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেট কারসহ ৫০টি গাড়ি ভাঙচুর করা হয়।

তারা আরও জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অটোরিকশাচালক ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর হয়েছে। বিষয়টি সমাধানে দু’পক্ষকে নিয়ে আলোচনা চলছে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত হয়ে চমেক হাসপাতালে সাবেক এমপি লতিফ
জুনায়েদ হত্যার বিচার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
শুটিংয়ে আহত ইমরান হাশমি
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত ৫০