• ঢাকা সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
logo

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পোশাকশ্রমিককে হত্যা 

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে পোশাক শ্রমিককে হত্যা 
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার বিলাসনগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

শামীম ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার জনুব আলীর ছেলে।

নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীমসহ তারা তিন বন্ধু কাজ শেষে গার্মেন্টস থেকে বাসায় ফেরার পথে বিলাসনগর এলাকায় শুক্কুরসহ তার গ্রুপের ১২ থেকে ১৫ জন শামীমের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে বিজয় ও শামীমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তারা। এ সময় বিজয়ের হাতে ও শামীমের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ বলেন, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

আরটিভি/এমকে-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফতুল্লায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা 
বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের
ফতুল্লায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন