• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২২:২২
ত্বকী হত্যা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের কিশোর তানভীর মোহাম্মদ ত্বকী হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী ও শামসুর রহমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ জানান, ত্বকী হত্যা মামলায় পূর্বের দেওয়া আসামিদের জবানবন্দিতে গ্রেপ্তারকৃত মনির, শাওন ও কাজলের নাম আসে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে র‌্যাব বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত আসামিদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে ত্বকীর মরদেহ উদ্ধার হয়।

আরটিভি/এবি/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
ত্বকী হত্যা মামলার আরও এক আসামি গ্রেপ্তার
ফতুল্লায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক নিহত
রিমান্ড শেষে কারাগারে গোলাম দস্তগীর গাজী