• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

আমাদের স্বপ্ন আগামীর বাংলাদেশ নিয়ে: সারজিস আলম

আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৬
সারজিস আলম
ছবি: আরটিভি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমাদের স্বপ্ন হচ্ছে আগামীর বাংলাদেশ নিয়ে। যার নেতৃত্ব দেবে তরুণ সমাজ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জে ওসমানী পৌর স্টেডিয়াম ময়দানে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, যখন প্রয়োজন হবে তখন রাজপথে থাকব, স্লোগান দেব। যখন প্রয়োজন হবে তখন মা বাবাকে বলে জীবনবাজি রেখে রাজপথে নেমে যাব। যখন প্রয়োজন হবে তখন শেখ হাসিনার মতো যেকোনো ফ্যাসিস্টকে দেশ ছাড়া করব। যখন প্রয়োজন হবে তখন এই চব্বিশের মতো আরও গণ-অভ্যুত্থান ঘটাব। তবে এ জন্য তরুণ সমাজকে মেধাবী হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, আমাদের যে ভাইকে কিশোর গ্যাং বলে অভিহিত করা হয় তারা তো কিশোর। তাদের তো অভিজ্ঞতা, জ্ঞানে কিংবা চিন্তায় সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু যারা তাদেরকে ব্যবহার করছে তাদের উদ্দেশ্য স্পষ্ট। তারা আমাদের এই ভাইদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়।

আরটিভি/এবি/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান, কারেন্ট জাল জব্দ
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করলেন শহীদ আবু সাঈদ
নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১
বিপাকে শাহরিয়ার নাজিম জয়, হারাচ্ছেন কাজ