• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৭
ছবি: আরটিভি

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল জলিল। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর গ্রামের শফিউল শেখের ছেলে ও পেশায় একজন পিকআপ ভ্যান চালক।

যমুনা সেতু পূর্ব থানার উপপুলিশ পরিদর্শক আবদুল হামিদ বলেন, সোমবার দিবাগত রাত ১টার দিকে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার শল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক জলিল নিহত হন। আহত হন আরও বেশ কয়েকজন।

তিনি আরও বলেন, মরদেহ থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, নিহত ৩ 
লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু