পোশাক কারখানায় নাশকতার উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকশ্রমিকদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন হৃদয়। পরে রোববার রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হৃদয়কে কেন্দুয়া থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার বিকেলে তাকে আদালতের প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।
প্রসঙ্গত, গ্রেপ্তারকৃত হৃদয় ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক। তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার আঠারবাড়ী।
আরটিভি/আইএম-টি
মন্তব্য করুন