রাবি শিক্ষক ড. সুজন সেনকে অব্যাহতি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে ক্লাস-পরীক্ষাসহ সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিভাগের সভাপতি অধ্যাপক ড. বনি আদিম বলেন, ১৪১তম জরুরি একাডেমিক সভায় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুজন সেনকে সর্বসম্মতিক্রমে সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব।
এর আগে, রোববার (৮ সেপ্টেম্বর) ড. সুজন সেনের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অশিক্ষকসুলভ আচরণসহ বিভিন্ন অভিযোগ এনে অপসারণের দাবি জানান বিভাগটির শিক্ষার্থীরা। পরে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ২০০ পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিভাগের সভাপতি ও ছাত্র উপদেষ্টা বরাবরও অনুলিপি দেন তারা।
আরটিভি/আইএম-টি
মন্তব্য করুন