• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন 

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৫১
ছবি : আরটিভি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ বাহারের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক সমকালের ঘাটাইল প্রতিনিধি ও ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম মিয়ার হাত-পা ভেঙে ফেলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও তার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘাটাইল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক, ছাত্র সমাজ ও সুশীল সমাজের লোকজন অংশ নেন।

মানববন্ধনে ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাবেক সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি আতা খন্দকার, শ্রমিক দলের আহ্বায়ক সুফি সিদ্দিকী, সাংবাদিক সাজ্জাদ হোসেন, টাঙ্গাইলের ছাত্র সমন্বয়ক রকিবুল ইসলাম রাকিব, পৌর বিএনপির সহসভাপতি আজহারুল ইসলামসহ টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিককে প্রাণনাশের হুমকিদাতা দুর্নীতিবাজ চেয়ারম্যান হাবিবুল্লাহকে দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি তাকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে বড় ধরনের আন্দোলনের ডাক দেওয়া হবে।

আরটিভি/আইএম-টি

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণহত্যা সমর্থনকারী সাংবাদিকদের বিচার হবে: তথ্য উপদেষ্টা
উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে রংপুর বিভাগীয় ছাত্র-জনতার মানববন্ধন
ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১
ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা