• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

শ্রীপুরে বাসচাপায় নিহত ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৭
শ্রীপুরে বাসচাপায় নিহত ১
ছবি : আরটিভি

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী দ্রুতগতির অজ্ঞাত যাত্রীবাহী বাসচাপায় আক্কাস আলী (২৯) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আক্কাস আলী শেরপুরের শ্রীবরদী উপজেলার মালামারি গ্রামের আব্দুস ছালামের ছেলে। তিনি শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের বেলাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান শিল্প গ্রুপের স্থানীয় নাইস ডেনিম পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।

এ বিষয়ে এসআই ইসমাইল হোসেন বলেন, আক্কাস আলী মহাসড়ক পার হয়ে মীর সিরামিক কারখানার সামনে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ টাকা থেকে তুলতে যান। পরে ফেরার পথে শেরপুরগামী দ্রুতগতির অজ্ঞাত যাত্রীবাহী বাসচাপা দিয়ে চলে যায়। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক পার হওয়ার সময় বাসচাপায় শিশু নিহত
মসজিদের ব্যাটারি চুরির অভিযোগে যুবককে নির্যাতন, ১৩ দিন পর মৃত্যু
গাজীপুরে বাসচাপায় প্রাণ গেল নারীর, বাসে আগুন
শ্রীপুরে জমিসংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪