• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

হবিগঞ্জে শিক্ষার্থীদের মিছিলে গুলি, আরও এক মামলা

আরটিভি নিউজ

  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬
ফাইল ছবি

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করার ঘটনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য শাহ নেওয়াজকে প্রধান আসামি করে ৫৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সদর থানায় মামলাটি দায়ের করেন আহত মো. মোশাহিদ।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।

পুলিশ জানায়, গত ৪ আগস্ট হবিগঞ্জ শহরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা একদফা দাবিতে একটি মিছিল বের করে। মিছিলটি তিনকোণা পুকুর পাড় এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র দিয়ে শিক্ষার্থীদের মিছিল লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। গুলিতে রিপন শীল নামে একজন আন্দোলনকারী নিহত হন। গুলিবিদ্ধসহ বিভিন্ন অস্ত্রের আঘাতে আহত হন আরও শতাধিক। ওই ঘটনায় আহত মো. মোশাহিদ (২৬) মামলাটি দায়ের করেন।

এর আগে, একই ঘটনায় নিহত রিপন শীলের মা বাদী হয়ে সাবেক এমপি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কক্সবাজারে আ.লীগের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা
বাংলাদেশি জেলেদের আটক ও গুলির কারণ জানাল কোস্টগার্ড
মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে নিহত, ঢাকার প্রতিবাদ
ছাত্র-জনতার ওপর গুলি, ছাত্রলীগ নেতা সম্রাট গ্রেপ্তার