• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সাংসদ গোলাম মোস্তফার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

  ১৯ ডিসেম্বর ২০১৭, ১৭:২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় গাইবান্ধা জাতীয় ঈদগা মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ।

এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে মরহুমের মরদেহ নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে অবতরণ করে।

মরদেহ গ্রহণ করেন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। এসময় উপস্থিত ছিলেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি, গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল ও পুলিশ সুপার মাশরুকুর রহমান।

ঢাকা থেকে মরহুমের মরদেহ নিয়ে গাইবান্ধায় আসেন আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিণী খুরশিদ জাহান স্মৃতি।

গাইবান্ধায় জানাজা শেষে মরহুমের মরদেহ গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের চণ্ডিপুরে নেয়া হয়। সেখানে বাদ মাগরিব তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ।তিনি সংসদ অধিবেশনে যোগদানের জন্য গেলো ১৮ নভেম্বর বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে মাইক্রোবাস করে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে টাঙ্গাইল জেলার মির্জাপুরের লাঠিয়ারপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোলাম মোস্তফাসহ চারজন গুরুতর আহত হন। পরে সংসদ সদস্যকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মির্জাপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একমাস চিকিৎসার পর তিনি মারা যান।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন।

এমপি লিটনের মৃত্যুর পর ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহমেদ। পরে ২২ মার্চের উপনির্বাচনে জয়ী হন তিনি।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবার কাঁধে ছেলের মরদেহ, নীরব কান্না
দাদার জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল রিপনের
সংগীতশিল্পী খালিদের মরদেহ গোপালগঞ্জে, দুপুরে জানাজা
সংসদ ভবনে এমপি আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত
X
Fresh