• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

যে কারণে মানিককে শোকজ করল বিএনপি

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৬
যে কারণে মানিককে শোকজ করল বিএনপি
ছবি : সংগৃহীত

জায়গা-জমির বিরোধের মীমাংসা নিয়ে বিতর্ক সৃষ্টি করায় শোকজ করা হয়েছে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিককে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে তাকে শোকজের চিঠি দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৮ সেপ্টেম্বর) শোকজের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদ আহমেদ মানিক।

ফরিদ আহমেদ বলেন, ‘কিছুদিন আগে সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ফোন করেছিলেন। তিনি অনুরোধ জানিয়েছিলেন যে, তার চাঁদপুরের বাড়ির জায়গা কে বা কারা দখল করছে, বিষয়টি যেন আমি দেখি। আমি তার বাড়িটি চিনি। সেই পথ দিয়ে আমার যাতায়াত ছিল।’

তিনি বলেন, ‘জুলকারনাইনের অনুরোধে আমি আমাদের জেলা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক কমিশনার শাহজাহানকে ফোন করে বিষয়টি দেখার অনুরোধ জানাই। তারই প্রেক্ষিতে গত শুক্রবার আমার বাড়িতে জুলকারনাইনের চাচা খুরশীদ সাহেবসহ দুপক্ষ আসে।’

তিনি আরও বলেন, ‘তাদের কাছ থেকে জানতে পারি, এই জমিগুলো নিয়ে আদালতে মামলা চলমান আছে। তাছাড়া ওইদিন জুমার নামাজের পর আমাদের ছাত্রদলের এক নেতার বাবার জানাজা ছিল। তারই প্রেক্ষিতে আমি উনাদের বলি, আপনারা এখন চলে যান। কারণ বাড়ি থেকে জানাজার স্থান দূরে হওয়ায় সেখানে যাওয়ার প্রস্তুতির বিষয় ছিল আমার। কিন্তু খুরশীদ সাহেব জুলকারনাইনকে বলেছেন- আমি নাকি তাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। তাদের জায়গা নাকি দখল করে নেওয়ার হুমকি দিয়েছি।’

এ সব বিষয় নিয়ে জুলকারনাইন ফেসবুকে পোস্ট দিয়েছেন জানিয়ে মানিক বলেন, ‘আমি মনে করি, জুলকারনাইন কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এটা করেননি। তিনি তার চাচার কাছ থেকে ভুল কিছু শোনে এটা করেছেন। দল আমাকে শোকজ নোটিশ দিয়েছে এটা নিয়ে আমি চিন্তিত নই। কারণ আমি কোনো অন্যায় করিনি। আজকালের মধ্যে শোকজের জবাব দেবো। আশা করছি, দল বিষয়টি বুঝতে পারবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি: বিএনপি মহাসচিব
যমুনায় বিএনপির ৬ সদস্যের প্রতিনিধিদল
চাঁদপুরে ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
সরকারকে সময় দেওয়ার বিষয়ে যা বললেন ফখরুল