• ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১
logo

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১ 

আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৫৪
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-কাপাসিয়া সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসটির চালক নিহত হয়েছেন। নিহত মাইক্রোবাসচালকের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

রোববার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিক উপজেলার রাজাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজাবাড়ী বাজারে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করে রাখা হয় মাঝে মাঝেই। এটি আগেও দুর্ঘটনার কারণ হয়েছে। রোববার ভোর ৫টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই গাড়ির চালকের মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক মো. শাহজাহান গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত 
গাজীপুরে ডাকাতের ছুরিকাঘাতে পিকআপের হেলপার নিহত, চালক আহত
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল ২ বন্ধুর
ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু