• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

সেনবাগে ৫ দফা দাবিতে পোল্ট্রি খামারিদের মানববন্ধন

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০১
ছবি : আরটিভি

৫ দফা দাবিতে নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারিরা মানববন্ধন করেছে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ থানা চত্বরে উপজেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খামারিদের পাঁচ দফা দাবিগুলো হলো—খামারিদের আর্থিক সহায়তা প্রধান, সুদ মুক্ত পাঁচ বছরের জন্য ঋণ প্রদান, খামারিদের সকল ঋণ ৫ বছরের জন্য স্থগিত করা, যাবতীয় মুরগি খাদ্যের দাম কমানো, মুরগির বাচ্চার দাম কমানো।

এ সময় উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান দিদার ও মো. আলাউদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সামছুদোহা, সদস্য ফজলুল হক বাবুল বক্তব্য রাখেন।

পরে অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তর জনপদের মানুষের ভাগ্য উন্নয়নে রংপুর বিভাগীয় ছাত্র-জনতার মানববন্ধন
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
খালের ওপর মার্কেট নির্মাণে জলাবদ্ধতা, প্রতিবাদে মানববন্ধন
মাহমুদুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন