সেনবাগে ৫ দফা দাবিতে পোল্ট্রি খামারিদের মানববন্ধন
৫ দফা দাবিতে নোয়াখালীর সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামারিরা মানববন্ধন করেছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ থানা চত্বরে উপজেলা পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খামারিদের পাঁচ দফা দাবিগুলো হলো—খামারিদের আর্থিক সহায়তা প্রধান, সুদ মুক্ত পাঁচ বছরের জন্য ঋণ প্রদান, খামারিদের সকল ঋণ ৫ বছরের জন্য স্থগিত করা, যাবতীয় মুরগি খাদ্যের দাম কমানো, মুরগির বাচ্চার দাম কমানো।
এ সময় উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান মামুন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান দিদার ও মো. আলাউদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক সামছুদোহা, সদস্য ফজলুল হক বাবুল বক্তব্য রাখেন।
পরে অ্যাসোসিয়েশনের সভাপতি সম্পাদকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন