• ঢাকা শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১
logo

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, ২ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও), আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৫
ঘুমন্ত অবস্থায় সাপে কামড়, ২ শিশুর মৃত্যু
ছবি : আরটিভি

ঠাকুরগাঁওয়ে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে সাপের কামড়ে শিশু মৃত্যুর এ ঘটনা ঘটে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।

শিশু জান্নাত সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে।

জানা যায়, জান্নাত প্রতিদিনের মতো বাড়িতে ঘুমিয়ে ছিল। রাতে শোবার ঘরে সাপ ঢুকে তাকে কামড় দেয়। পরে তাকে হাসপাতালে নেয়া হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। জান্নাত ওই এলাকার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে লেখাপড়া করতো।

অন্যদিকে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। সাপ কামড় দেওয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। এ সময় পরিবারের লোকেরা ঘরের ভেতর সাপ দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর যাওয়ার পথে মারা যায় আদিত্য। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।

উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়। সকলকে আরও সচেতন হতে হবে।’

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ২ শিশুর মৃত্যু
করতোয়া নদীতে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু 
ভেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু