• ঢাকা সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১
logo

নাফনদীতে কেওড়া ফল আনতে গিয়ে ২ শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:১১
নাফনদীতে কেওড়া ফল আনতে গিয়ে ২ শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে কেওড়া ফল আনতে গিয়ে একই পরিবারের ওসমান ও জিহাদ নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং স্লুইশ পাড়া এলাকায় নদীর মধ্যবর্তী কেওড়া বাগানের পাশে দুই শিশুর মরদেহ পাওয়া যায় বলে জানান স্থানীয়রা।

নিহত দুই শিশু হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে উসমান (৮) ও জিহাদ (৬)।

জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর মরদেহ নেওয়ার জন্য মা-বাবা ও স্বজনরা ঘটনাস্থলে পৌছে নদীরপাড় থেকে দুই শিশুকে নিজ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে জানতে চাইলে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওয়াব্রাং এলাকা দিয়ে নাফনদীতে কেওড়া আনতে গেলে দুই শিশু পানিতে পড়ে মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এখন নিহত শিশুদের তাদের পরিবারের সদস্যরা নিয়ে গেছে।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আলোচিত শিক্ষক হত্যার হোতা যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেপ্তার
মুক্তিপণ না পাওয়ায় শিক্ষক আরিফ হত্যা, হোতা গ্রেপ্তার
রামুতে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন ‘মায়ের দোয়া’
কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার