• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo

শিল্পাঞ্চলে অস্থিরতা: সাভারে যৌথ অভিযানে আটক ১৪

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৬
শিল্পাঞ্চলে অস্থিরতা: সাভারে যৌথ অভিযানে আটক ১৪
ছবি : সংগৃহীত

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক কারখানায় ভাঙচুর, হামলা ও পোশাক খাতে অস্থিরতা তৈরির সঙ্গে যুক্ত এমন সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতের বিভিন্ন সময়ে শিল্পাঞ্চল আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

তিনি বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির পাশাপাশি পোশাক কারখানায় হামলা-ভাঙচুরের সঙ্গে জড়িত এমন সন্দেহভাজন মোট ১৪ জনকে আমরা আটক করেছি। এর মধ্যে ১১ জনকে আশুলিয়া থেকে এবং ৩ জনকে সাভার এলাকা থেকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়াও এসব বিশৃঙ্খলার সঙ্গে আটকদের সংশ্লিষ্টতার বিষয়েও যাচাই-বাছাই চলছে। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম পরিচয় জানা যায়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে ছাত্র হত্যা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১
সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১
ট্রাক ভর্তি সয়াবিন তেলের চালান লুটে নিলো দুর্বৃত্তরা