• ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১
logo

ফেনীতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৯

আরটিভি নিউজ

  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৭
ছবি: সংগৃহীত

ফেনীতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। এরমধ্যে ১৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার।

জেলা প্রশাসন সূত্র জানায়, এখন পর্যন্ত ২৯ জন মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ফুলগাজীতে সাতজন, ফেনী সদরে আটজন, সোনাগাজীতে ছয়জন, ছাগলনাইয়ায় তিনজন, দাগনভূঞায় তিনজন ও পরশুরামে দুজন। এরমধ্যে ১৭ জন পুরুষ, ১০ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার জানান, বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, সাধারণত মরদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এ মরদেহগুলো উদ্ধার করে। এরমধ্যে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আটটি এখনও শনাক্ত করা হয়নি।

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবুজবাগে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার
গৃহবধূর রহস্যজনক মৃত্যু: মরদেহ রেখে লাপাত্তা স্বামী
পর্তুগাল বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা